ঝিকরগাছায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ পালিত

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যথাযথ মর্যাদায় যশোরের ঝিকরগাছায় ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে। দিবসটিতে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (৭মার্চ ) সকালে উপজেলা মোড়স্থ্য বঙ্গবন্ধু ম্যুরালে প্রথমে স্থানীয় সংসদ সদস্যের পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ঝিকরগাছা থানা, পৌরসভা, পল্লি বিদ্যুৎ অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য নিয়ে সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে পৃথকভাবে উপজেলা আওয়ামী লীগ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে যোগ দেয় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎসজীবী লীগ, তাঁতী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ঝিকরগাছা টোকিও টাওয়ার অস্থায়ী কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভার আয়োজন করে।

শিশির/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ