বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দুই স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শেরপুর উপজেলার দরিবাংরা গ্রামের আব্দুস সামাদের ছেলে ইউসুফ আলী (২০) ও একই উপজেলার কালসীমাটি গ্রামের দুদু মিয়ার ছেলে মোহাম্মদ আলী(১৯)।
শনিবার (৫মার্চ ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।
র্যাব জানায়, ওই দুই স্কুলছাত্রীর একজন শাজাহানপুর ও অন্যজন শেরপুর উপজেলার বাসিন্দা। ১ মার্চ বেলা ১১ টার দিকে তারা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে বাসায় ফিরে না আসায় তাদের অভিভাবক শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেন।
শুক্রবার রাত সোয়া আটটা ও মধ্যরাতে শাজাহানপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে দুই স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মোস্তাকিম বিল্লাহ/এমআই

