কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলন

আরো পড়ুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার (২মার্চ ) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের প্রথম পর্বের অধিবেশনে উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডাক্তার গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধানঅতিথির বক্তব্য দেন, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি তরিকুল ইসলাম তারু, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান।

কেশবপুর 1

সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে ভোটের মাধ্যমে ডাক্তার গোলাম মোস্তফাকে সভাপতি, প্রভাষক মশিউর রহমানকে সাধারণ সম্পাদক ও উৎপল দে’কে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১৭ সদস্যের কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের শাখার সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি ইন্দ্রজিৎ হালদার, আব্দুস সাত্তার খান, শেখ শাহীন ও মদন সাহা অপু, সহসম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, অলোক বসু, প্রদীপ বসু পল্টু, ও অনুপম মোদক, কোষাধ্যক্ষ সুমন মজুমদার, অনুষ্ঠান সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মঞ্জুরুল হোসেন ডাবলু, দপ্তর সম্পাদক বিদ্যুৎ মন্ডল, সদস্য আব্দুল মজিদ ও শ্রাবন্তী রায় দে। এ সময় কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। ১৭ সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছে যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।

উৎপল দে/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ