চৌগাছায় ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত

আরো পড়ুন

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ য‌শো‌রের চৌগাছায় বি‌চালি বোঝায় ট্রলির ধাক্কায় নজরুল ইসলাম (৬৫) না‌মে এক ভ্যানচালক নিহত হ‌য়ে‌ছেন। তি‌নি উপ‌জেলার সিংহঝু‌লি গ্রামের মৃত খোন্দকার আব্দুস ছাত্তা‌রের ছে‌লে।

নিহ‌তের ছে‌লে জিয়ারুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, তার পিতা বেলা ১২.০০ টার দি‌কে খা‌লি ভ্যান নি‌য়ে চৌগাছা-য‌শোর সড়‌কের ব্রাক অ‌ফি‌সের নিক‌টে দা‌ড়ি‌য়ে ছিল। এসময় এক‌টি বি‌চেলী বোঝাই ট্রলি পিছন থে‌কে তার ভ্যানে ধাক্কা দি‌য়ে তা‌কে পার্শ্ববর্তী গা‌ছের সা‌থে চে‌পে ধর‌লে তি‌নি ঘটনাস্থ‌লেই নিহত হয়। নিহত নজরুল ইসলাম তিন ছে‌লে ও তিন মে‌য়ের জনক।

চৌগাছা থানার ভারেপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন ট্রলির চালক‌কে আট‌কের চেষ্টা চল‌ছে।

রায়হান হোসেন/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ