শার্শা: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজার থেকে বালুন্ডা সড়কের মাঝামাঝি সংলগ্ন ব্রীজটি ভেঙে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ ৩ বছরের বেশি সময় অতিক্রম করলেও মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিপাকে পড়েছেন পথচারীরা।
ব্রীজটি দ্রুত সংস্কারের বিষয়ে আশ্বস্ত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং উর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা বলেন, প্রকল্পেটির জন্য অর্থ পেতে ওপর মহলে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি ব্রীজটি খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে জনগণের ভোগান্তি লাঘব করা হবে।
সরজমিনে পরিদর্শনে জাগো বাংলাদেশকে পথচারীরা জানান, ব্রিজ পেরিয়ে যাওয়ার আগেই প্রতিনিয়ত ধ্বসে নিচে পড়ছে সাধারণ মানুষ। ভেঙে চুরে বিকল হয়ে পড়ছে উপার্জনের একমাত্র বাহনটি। অতি দ্রুত ব্রিজটি সংস্কার করে পথচলা সুগম করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন এই সড়কে চলাচলকারী ও স্থানীয়রা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক জাগো বাংলাদেশের সংবাদকর্মীকে মুঠোফোনে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার ও প্রকৌশলী কর্মকর্তাদের কাছে রাস্তাঘাট সংস্কারের দাবি করেছিলাম। এলাকার জনগণ দুর্ভোগের মধ্যে আছে। বিশেষ করে এই সড়কটি ব্রীজসহ তাড়াতাড়ি সংস্কার হয় সে বিষয়টি প্রশাসনের কাছে জানিয়েছি।
শার্শা উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান বলেন, জামতলা বাজার থেকে পুটখালি সড়কের একটি ব্রীজের সব ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এটা দ্রুত সংস্কারের জন্য ইস্টিমেট করে ঢাকায় পাঠানো হয়েছে। টেন্ডার হয়ে প্রক্রিয়াধীন আছে।

