বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যশোরের যুবক নিহত

আরো পড়ুন

যশোর: নড়াইলে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় জহুরুল ইসলাম (৩৫) নামে এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে নড়াইল বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের বাড়ি যশোরের বিলপাড়া এলাকায়। তিনি ওই এলাকার ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে।

বিদ্যুৎ শ্রমিক সোহান বলেন, নড়াইল বিদ্যুৎ অফিসের সামনে আমরা কাজ করছিলাম হঠাৎ করে বিদ্যুতের লাইন চালু করে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্লারের ওপর থেকে লাইনম্যান জহুরুল ইসলাম নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী নাছির উদ্দিন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ লাইনের তার পরিবর্তনের কাজ করার সময় ঐ প্লারের চালু একটি লাইনের ওপর অসাবধানতাবসত নতুন তারের সংযোগ হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, নিহত শ্রমিক দৈনিক হাজিরা হিসেবে কাজ করতেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ