ঝিনাইদহ: জেলার শৈলকুপায় হঠাৎ তীব্র বাতাস ও ঝড়ে কৃষক ও জনসাধারণের ব্যাপক ক্ষতি হয়েছে । আকস্মিক এ ঝড়ে শত শত কলাগাছসহ অন্যান্য ফসল মাটির সাথে মিশে গেছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যোগীপাড়া গ্রামে বিভিন্ন মাঠ পরিদর্শনে গেলে এ তাণ্ডব লক্ষ্য করা যায়।
জানা যায়, বৃহস্পতিবার বৃষ্টিস্নাত আবহাওয়ার কারণে রাতে ব্যাপক মেঘ ও ঝড় বৃষ্টি বয়ে যায় ঝিনাইদহের শৈলকুপাসহ আশেপাশের কয়েকটি অঞ্চলজুড়ে৷ ঝড়ে বাতাসের তীব্র গতিবেগের কারণে উপজেলার যোগীপাড়া মাঠে রাতেই দুমড়ে মুচড়ে যায় প্রায় পাঁচ শতাধিক কলা গাছ বলে অনুমান করছে কৃষকেরা।
এছাড়াও বালিয়াদড়িয়া বাগানের ৫০টির মেহগনি গাছ ও প্রায় ২০ বিঘা জমিতে গম মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এতে আফিল উদ্দিন, গোলাম, রাজু, ফারুক, সোহাগ, মান্না, মন্টু, মিথুন, রশিদ, পান্নু, আজিম, বাচ্চু, রওশন, গোলাম মোস্তফা, শহিদুল, উজ্জ্বল, দেলোয়ার, ইকবাল, টুটুলসহ আরো অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এই বিষয়ে আফিল উদ্দিন বলেন, আমার প্রায় ৮০টির বেশি কলাগাছ দুমড়ে মুচড়ে গেছে। বসতবাড়ি অক্ষত থাকলেও ছেলের দোকানের চাল উড়ে বিভিন্ন পণ্যের ক্ষতি হয়েছে। আমার প্রতিবেশী টুটুল পন্টুর প্রায় ৩০০টির বেশি কলাগাছ দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশে গেছে।
তিনি আরো বলেন, ধারদেনা করে অনেকে ফসল আবাদ শুরু করেছে। অনেক কৃষক এ ঘটনায় মাথায় হাত এতে যদি প্রশাসন আমাদের কিছু সহায়তা প্রদান করতো তাহলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
এই বিষয়ে শৈলকুপা উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) কানিজ ফাতেমা লিজা জানান, সাংবাদিকদের মাধ্যমেই আমরা এই বিষয়ে জানতে পেরেছি। আমরা আরো তথ্য সংগ্রহের জন্য খোঁজ খবর নিচ্ছি। এটার সাহায্য আমাদের কাছে সবসময় তো থাকেনা। আমাদের হাতে তৎক্ষণাৎ সাহায্য দেয়ার মতো কোনো উপকরণ না থাকলেও আমরা ক্ষতিগ্রস্তদের নাম তালিকা পেলে সাহায্য করতে পারবো বলে আশা করছি।

