নিপুণের বিরুদ্ধে জায়েদের আদালত অবমাননার মামলা

আরো পড়ুন

ঢাকা অফিস: উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসার অভিযোগে অভিনেত্রী নিপুণ‌ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আপিল বিভাগের নিষেধাজ্ঞার পরও নিপুণ আক্তার নিজেকে সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানানো হয়েছে।

আগামী রবিবার (২৭ ফেব্রুয়ারি) আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী আহসানুল করিম।

এর আগে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন জায়েদ খান।

এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল শুনানি হাইকোর্ট বিভাগে অব্যাহত রয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ