ডেস্ক রিপোরর্ট: বাগেরহাটে রাস্তার পাশের ধানক্ষেত থেকে রুবেল মোল্লা (৩০) নামের শারীরিক প্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে রুবেলের মৃতদেহ উদ্ধার করে। মৃত রুবেল বাগেরহাট পৌরসভাধীন মুনিগঞ্জ মালোপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, স্থানীয়রা বুধবার বিকেলে ওই ধানক্ষেতে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ খবর পেয়ে থানা থেকে পুলিশ ফোর্স গিয়ে যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে এলাকাবাসীই শনাক্ত করে বলে এ মৃতদেহটি শহরতলীর মুনিগঞ্জ মালোপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে রুবেল হোসেন। সে মানসিক প্রতিবন্ধী। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জাগোবাংলাদেশ/এমআই

