চৌগাছায় জুতা পায়ে শহীদ মিনারে আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় শহীদ মিনারে ফুল দেয়ার সময় রফিকুল ইসলাম নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল হয়েছে। নেটমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে নানাজন নানা মন্তব্য করেছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উপজেলার মাশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কেডস পায়ে দিয়ে শহীদ মিনারে অবস্থান করছেন। তাঁর পাশে স্থানীয় ইউপি সদস্য মোঃ মন্টু দাড়িয়ে আছেন।

ভিডিওতে দেখা যায়, একটি মাইকে ফুল দেয়ার কথা ঘোষণা করা হচ্ছে এবং মুখে কেউ একজন বিদ্যালয়ের শিক্ষকদের শহীদ মিনারে উঠার জন্য আহবান করে বলছেন ‘আপনারা সবাই উঠে আসুন, ছবি নেয়া হবে’। এমন সময় ভিডিওকারীর ক্যামেরা রফিকুল ইসলামের পায়ের দিকে নিলে তিনি দ্রুত শহীদ বেদি থেকে একজনের আড়াল নিয়ে নেমে যাচ্ছেন। পরে ইউপি সদস্য মোঃ মন্টু নিজের ফেসবুকে ওই সময়ের একটি ছবি ও ভিডিও পোস্ট করলে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং তুমুল সমালোচনার সৃষ্টি হয়।

এবিষয়ে স্বরূপদা ইউনিয়ন পরিষদের মাশিলা ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মন্টু বলেন, বিষয়টি আমি প্রথমে খেয়ালই করিনি তিনি জুতা পায়ে শহীদ বেদিতে অবস্থান করছেন। পরে বিষয়টি খেয়াল করে আমি তাকে শহীদ বেদি থেকে নেমে যেতে বলি। তিনি বলেন আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুরোধে ফুল দিতে যাই। আগে থেকে বহিস্কৃত আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম থাকবেন জানলে সেখানে যেতাম না।

তবে এ বিষয়ে ওই আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে চৌগাছা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয় বলেন, এটা অত্যন্ত ঘৃণিত একটি কাজ। শহীদ বেদিতে জুতা পায়ে দিয়ে আওয়ামী লীগ নেতা কিভাবে শিক্ষকদের সাথে ফুল দিতে যান আমার বুঝে আসে না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী বলেন, এটা অত্যন্ত ন্যাক্কারজন কাজ। তিনি বলেন ওই আওয়ামী লীগ নেতা গত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় তাঁকে দলের সব পদ-পদবি থেকে বহিস্কার করা হয়।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ