‘পদের জন্য যারা বিশৃঙ্খলা করেন, তাদের সংগঠনে প্রয়োজন নেই’

আরো পড়ুন

নাটোর: নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনের এক দিন আগে যারা বিশৃঙ্খলা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের ঢাকায় ফেরার আগেই তিনি এ ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। তিনি এ সময় বলেন, যারা পদের জন্য এ ধরনের বিশৃঙ্খলা করেন, তাদের সংগঠনে প্রয়োজন নেই।

রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সম্মেলনে যোগ দেন।

ওবায়দুল কাদের তার বক্তব্যের শুরুতেই উপস্থিত জেলা নেতাদের প্রশ্ন করেন, সম্মেলনের আগে যে ছবি পত্রপত্রিকায় এসেছে, তা কি মিথ্যা? সম্মেলন থেকে ঢাকায় ফেরার আগেই তিনি কেন্দ্রীয় নেতাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আর দুই বছর বাকি। শেখ হাসিনা উন্নয়নের জয়যাত্রা নিয়ে এগিয়ে চলেছেন। তার উন্নয়নের হাতকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ অবস্থায় যারা বিশৃঙ্খলা করে দলের বদনাম করছেন, তাদের দিয়ে আগামী নির্বাচনে সুফল পাওয়া যাবে না।

ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন, বিশৃঙ্খলাকারীদের নাম শেখ হাসিনার খাতায় লেখা হচ্ছে। নাটোরে যে ঘটনা ঘটেছে, এর জন্য তাদের সাজা ভোগ করতে হবে। আর দলের দুঃসময়ে যারা অবদান রেখেছেন, তাদের মূল্যায়ন করতে হবে। তা না হলে উন্নয়ন কোনো কাজে আসবে না।

এর আগে বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। শুরুতেই কেন্দ্রীয় নেতারা সম্মেলনস্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে মঞ্চে অতিথিরা আসন গ্রহণ করেন। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

সম্মেলনে আরো বক্তব্য দেন এ এইচ এম খায়রুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, আক্তার জাহান প্রমুখ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সম্মেলন সঞ্চালনা করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ