এবার অদম্য তামান্নার পাশে বাংলাদেশ ছাত্রলীগ

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: হার না মানা লড়াকু তামান্না আক্তার নুরার পাশে দাঁড়ালেন বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার (১৯ফেব্রুয়ারি) রাতে তামান্নার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর এসে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য তামান্নার জন্য বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসেন। এসময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশ, অধিকার ও শিক্ষার্থীদের নিয়ে সংগ্রাম করে থাকে। তারই ধারাবাহিকতায় আমার সুদূর ঢাকা থেকে আমাদের ছোট বোন তামান্নার সাথে দেখা করতে এসেছি। তামান্না সংগ্রাম করে তার যে শিক্ষা জীবন অতিবাহিত করছে, তার পাশে আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার আছি। তার পড়ালেখার জীবনে যদি কোন জায়গায় কোন প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে ছাত্রলীগ তার পাশে থেকে সমাধান করবে। তার উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশ ছাত্রলীগ করবে।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, তামান্না খুবই মেধাবী একজন শিক্ষার্থী। ভাল কোন বিশ্বদ্যালয়ের ভর্তি হওয়ার ইচ্ছা আছে তার। সেজন্য ঢাকা বিশ্বদ্যালয়ের ভর্তি হওয়া বা পরীক্ষার জন্য যে সার্পোট লাগে তার ব্যবস্থা আমরা করব। ভর্তি পরীক্ষার জন্য অন্য সকলের চেয়ে তার প্রস্তুতি যেন কোন অংশে কম না হয়, তার সকল ব্যবস্থা আমরা করব। যদি তার পরিবার চাই, তাহলে আমরা তাকে ঢাকায় ভাল শিক্ষক দিয়ে লেখাপড়ার বেশী সুযোগ সৃষ্টি করে দেব এবং তার পরিবারকে ঢাকায় থাকার যাবতীয় ব্যবস্থা করব। আমি চাই, তার যে প্রতিভাগুলো আছে তা যেন সঠিকভাবে বিকশিত হয়। তামান্নার কাছ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থী যেন তাদের মেধার বিকাশ ঘটাতে পারে। জননেত্রী শেখ হাসিনার তামান্নার পাশে থাকবে এবং আমরা তারও তার নির্দেশনায় তামান্নার পাশে থাকব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান পিকুল, সাগর হোসেন সোহাগ, শুব্রত হালদার বাপ্পি, সিদ্ধাত্ত কুমার, যুগ্ন-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, সাংগঠনিক সম্পাদক রবিকুল ইসলাম বাধন ও নাজসুল নাজ, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবীর পিয়াস, সাধারণ সম্পাদক তানজিব নওশান পল্লব সহ বিভিন্ন জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ