চুয়াডাঙ্গায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় মিষ্টির দোকানে অভিযান চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন লিল্টু নামে এক ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় উত্তেজিত জনতা উত্তমমধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়। পরেচুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে এ ঘটনা ঘটে।আটক লিল্টু (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার বাসিন্দা।

ডিঙ্গেদহ বাজারে অবস্থিত জিনিয়া হোটেলের মালিক আব্দুল জব্বার বলেন, প্রথমে রাতুল হোটেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে লিন্টু সেখানে যায়। ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০০ টাকা জরিমানাও করেন। জরিমানার টাকা পরিশোধ করেন রাতুল হোটেলের মালিক। পরে আমার দোকানে এসে দুটি মিষ্টি খান। তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়দের তোপের মধ্যে পড়েন তিনি। পরে উত্তেজিত জনতা তাকে উত্তম মাধ্যম শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, প্রথমে আমরা বুঝতে পারিনি তিনি ভুয়া ম্যাজিস্ট্রেট। তিনি একা ছিলেন এবং অসাধু কথাবার্তা বলছিলেন। এ কারণে সে ধরা পড়েছেন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ভুয়া ম্যাজিস্ট্রেট লিল্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেই। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেয়া হয় তাকে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে একটি মিষ্টির দোকানে ২০০ টাকা জরিমানা করেছেন। অপর দোকানে গেলে সন্দেহ হলে স্থানীয়রা তাকে হালকা উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

তিনি আরো বলেন, উনি মানসিক ভারসাম্যহীন কিনা যাছায় করতে চিকিৎকের পরামর্শ নেয়া হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ