আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) অফিসে হাজির হয়েছেন অভিনেতা ও তৃণমূলের সংসদ সদস্য দেব ওরফে দীপক অধিকারী।
মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ তিনি নিজাম প্যালেসে সিবিআই অফিসে পৌঁছান।
এর আগে ৯ ফেব্রুয়ারি গরুপাচার মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই।
সূত্রের দাবি, এনামুল হকের সঙ্গে নাকি দেবের কয়েকটি যোগসূত্র পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতেই তারকাকে তলব সিবিআইয়ের।
সিবিআইয়ের নোটিশে অবশ্য তলবের কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি দেবকে। সূত্রের খবর, গরুপাচার মামলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় তৃণমূল সংসদ সদস্য তথা অভিনেতার নাম উঠে এসেছে। জানা গিয়েছে, কয়েক বছর আগে নাকি কিছু উপহার দিয়েছিলেন এনামুল।

