শুনানি শেষ না হওয়া পর্যন্ত সাধারণ সম্পাদকের পদ শূন্য থাকবে

আরো পড়ুন

ঢাকা অফিস: আপাতত শূন্যই থাকছে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ। পরবর্তী শুনানি শেষে আদেশ না দেয়া পর্যন্ত ওই পদে কেউ দায়িত্ব পালন করতে পারবে না বলে চেম্বার আদালতের আদেশ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বহাল রেখেছে আপিল বিভাগ।

সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চিত্রনায়িকা নিপুণের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেয় আপিল বিভাগ। একই সাথে হাইকোর্ট বিভাগকে এই রুলের নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আগামীকাল নিপুণের করা রিটের ওপর শুনানি নতুন দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

জায়েদ খান

পরদিন ৮ ফেব্রুয়ারি হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। এর শুনানি নিয়ে ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে দায়িত্ব পালনের ওপর ‘স্থিতাবস্থা’ দেন চেম্বার আদালত।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনটি হয় ২৮ জানুয়ারি এবং নির্বাচনের আগে প্রচার প্রচারণার সময়ে উত্তপ্ত হয়ে পড়ে চলচ্চিত্র অঙ্গন। শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক পদ নিয়ে ব্যাপক নাটকীয়তার পর ইস্যুটি আদালতে গড়ায় নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত আসার পর।

ভোটে জায়েদ খান সাধারণ সম্পাদক পদে জয়ী হলেও নির্বাচনের দিন থেকেই তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন নিপুণ আকতার।

এর প্রেক্ষাপটে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এক নির্দেশনা আসলে আপিল বোর্ড ৫ ফেব্রুয়ারি অভিযোগগুলো নিয়ে এফডিসিতে বৈঠকে বসে। সে বৈঠকের পর আপিল বোর্ডের প্রধান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আকতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

পরদিনই নির্বাচনে ভোটে বিজয়ী সভাপতি ইলিয়াস কাঞ্চন ও আপিল বোর্ড কর্তৃক নির্বাচিত ঘোষিত সাধারণ সম্পাদক নিপুন আকতারসহ নব নির্বাচিতরা শপথ গ্রহণ করেন।

শপথের পরদিনই আপিল বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যান জায়েদ খান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ