ঢাকা অফিস: নতুন নির্বাচন কমিশন বা ইসি গঠনে সার্চ কমিটির কাছে জমা দেয়া সব নাম সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
সেই সঙ্গে যেসব রাজনৈতিক দল এখনো সার্চ কমিটির কাছে নাম দেয়নি, তারা সোমবারের মধ্যে নাম দিতে পারবেন বলেও জানান তিনি। শুধু রাজনৈতিক দলগুলোর জন্যই এ সময় বাড়ানোর কথা বলেন ওবায়দুল হাসান।
রবিবার (১২ ফেব্রুয়ারি) তৃতীয় সেশনে বৈঠক শুরুর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ কথা জানান তিনি।
এ সময় তিনি বিএনপি এবং সিপিবির নাম উল্লেখ করে সার্চ কমিটির কাছে তাদের নাম দেয়ার জন্য অনুরোধ করেন ওবায়দুল হাসান।
সার্চ কমিটির সভাপতি বলেন, মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে সেগুলো প্রকাশ করা হবে এবং গণমাধ্যমেও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। মূলত বিশিষ্টজনদের অনুরোধেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিকেল ৪টা ২০ মিনিটে ১৮ জন বিশিষ্ট নাগরিকদের নিয়ে রোববার তৃতীয় সেশনের বৈঠক শুরু করে রাষ্ট্রপতির গঠন করে দেয়া সার্চ কমিটি। এ সেশনে অংশ নিতে ২৩ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছিল।
রবিবারের সভায় অংশ নিয়েছেন শিক্ষাবিদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির (বীরপ্রতীক), সাবেক এডিশনাল আইজিপি নুরুল আলম, সুরকার গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ আইনুন নিশাদ, সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখওয়াত হোসেন, অর্থনীতিবিদ ড. কাজী খালিকুজ্জামান, প্রজন্ম-৭১ এর ডাক্তার নুজহাত চৌধুরী, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, স্থানীয় সরকার বিশেজ্ঞ তোফায়েল আহমেদ এবং কবি মহাদেব সাহা।

