কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

আরো পড়ুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আহাদ। তারুণ্যের কন্ঠ অনুষ্ঠানে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত বলেন, আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফএম ১০৬ মেগাহার্টজে এ তারুণ্যের কন্ঠ অনুষ্ঠানটি প্রচারিত হবে। গত ৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সারাদেশে এটি আয়োজন করে চলেছে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ