কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর কেশবপুরে কৃষকদের সঙ্গে পুলিশের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাগরদত্তকাটি গ্রামের এস এম মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে বক্তাব্য রাখেন, সহকারি পুলিশ সুপার (মণিরামপুর-কেশবপুর সার্কেল) আশেক সুজা মামুন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী প্রমুখ। কৃষকদের মধ্যে বক্তব্য দেন, নাজিম উদ্দিন খাঁ, আলম গাজী, দয়াল মন্ডল, আব্বাস সরদার, নারায়ন মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কেশবপুর থানার উপপরিদর্শক তাপস কুমার রায়।
জানা গেছে, উপজেলার সাগরদত্তকাটি আমতলা মাছের ঘেরটিতে ৩১০ বিঘা জমি রয়েছে। যার হারি গ্রহণ করেন ১৮০ জন জমির মালিক কৃষক। এ ঘেরটিতে কেশবপুর সদরের কামরুজ্জামান বিশ্বাস মাছের চাষ করে আসছেন। আগামি ৩০ চৈত্র এ ঘেরটির ডিডের মেয়াদ শেষ হবে। এর আগেই একটি পক্ষ ওই ঘের নিয়ে চক্রান্ত শুরু করলে এলাকার শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হওয়ার উপক্রম হয়। বিষয়টি জানতে পেরে ওই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কৃষকদের সঙ্গে পুলিশের কর্মকর্তারা মতবিনিময় করেন।
জাগোবাংলাদেশ/এমআই

