খুলনা বিশ্ববিদ্যালয়ে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষা বর্ষের প্রথমবর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণির ক্লাস আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে অফিসসমূহ আগামী ৬ ফেব্রুয়ারি রবিবার থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিন এবং রেজিষ্ট্রার(ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ