আসামির ছবি তুলতে যাওয়ায় ২১ সাংবা‌দিক হাসপাতালে

আরো পড়ুন

জাগো বাংলাদেশ ডেস্ক: বরিশালের আদালতে প্রতারণা মামলায় বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদার ও তাঁর চার ভাইবোনকে কারাগারে নেওয়ার সময় ছবি তুলতে গেলে হামলার শিকার হয়েছেন সাংবাদিকেরা।

বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা দুইটার পর বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে চেয়ারম্যানের লোকজন কয়েক দফায় তাঁদের ওপর হামলা করেন।

হামলায় স্থানীয় পত্রিকা ও কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অন্তত ২১ সাংবাদিক আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলায় সময় ভাঙচুর করা হয়েছে সাংবাদিকদের অন্তত পাঁচটি মোটরসাইকেল ও কয়েকটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা।

এ বিষয়ে বাংলার বনে প‌ত্রিকার সাংবা‌দিক শা‌ফিন আহম্মেদ রাতুল জানান, বুধবার জালিয়া‌তি মামলায় দা‌ড়িয়ালের ইউ‌পি চেয়ারম্যান শ‌হিদুল ইসলাম হাওলাদারসহ ৫ জনকে জেল-হাজতে পাঠায় আদালত। আদালত থেকে তাদের হাজতে নেয়ার সময় ছ‌বি তুলতে গেলে চেয়ারম্যান ভাইয়ের ছেলে সুজন হাওলাদার এবং আইনজীবী সহকা‌রী নুরুজ্জামান ও সজলসহ কয়েকজন তাদের ছ‌বি তুলতে বাধা দেন। বাধা উ‌পেক্ষা করে ছ‌বি তুলতে গেলে ফটো সাংবা‌দিকদের উপর তাদের হামলায় ২৫ জন আহত হন। বর্তমানে হাসপাতালে ভ‌র্তি ‌আছেন ২১ জন।

ব‌রিশাল কাগজের সাংবাদিক আহসান আ‌কিব বলেন, আমাকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে।

আজকের ব‌রিশালের সাইফুল ইসলাম জানান, ১ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান শ‌হিদুল, নুরুজ্জামান ও সজলসহ বেশ কয়েকজনের সঙ্গে চু‌ক্তিতে যান যেন কেউ তার ছ‌বি তুলতে না পারে।

সুজন হাওলাদার প্রথমে টাকা দিয়ে সাংবা‌দিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। ব্যার্থ হয়ে তিন দফায় সাংবা‌দিকদের উপর হামলা করেন তারা।

তিনি বলেন, হামলায় আহত হয়ে আমরা হাসপাতালে কাতরা‌চ্ছি। আমাদের মোবাইল ও নগদ টাকা লুট করা হয়েছে। দুইজনের মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়েছে এবং ভাঙচুরও করা হয়েছে আরো ৭‌টি মোটরসাই‌কেল।

ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল কলেজ হাসপাতালের প‌রিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, আহত সাংবা‌দিকদের মধ্যে অনেকে মাথায় আঘাত পেয়েছেন। তা‌দের পরীক্ষা-নিরীক্ষা চলছে। চি‌কিৎসার বিষয়টি আ‌মি নিজেই ম‌নিট‌রিং কর‌ছি।

এ ঘটনায় ব‌রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এস জা‌কির হোসেন বলেন, ২১ জন সাংবা‌দিককে হাসপাতা‌লে ভ‌র্তি করেছি। এ ধরনের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জা‌নাই। বৃহস্পতিবার সন্ধ্যায় চিফ মেট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট মহোদয় বসবেন। সেখানে আইনজীবী স‌মি‌তির নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

বরশিাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল হক বলেন, আদালত চত্বরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা আছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। যত দূর জানা গেছে, কয়েক দফা মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ