দেড় কোটি মানুষ ফলো করছেন পরীমণিকে

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার সমালোচিত নায়িকা পরীমণি। গত ছয় মাসে শোবিজ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তিনি। সবশেষ গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার এবং বিয়ে করার জোড়া সুখবর দিয়ে আলোচনায় আসেন তিনি।

নানান বিষয়ে পরীমণির আপডেট এবং খবর জানতে ভক্তরা নায়িকার ফেসবুক পেজে ঢু মারেন নিয়মিত। ফলে তার পেজটির ফলোয়ারও বাড়তে থাকে দ্রুত গতিতে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পরীর ফলোয়ার বেড়েছে ব্যাপক হারে।

আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টায় পরীমণির পেজে গিয়ে দেখা যায় তার ফলোয়ার সংখ্যা এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৬২৩ জন। যা বাংলাদেশের অন্য যে কোন শোবিজ তারকার চেয়ে সবচেয়ে বেশি।

চলচ্চিত্র তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় পরীর পরে রয়েছেন নায়িকা পূর্ণিমা। তার ফলোয়ার সংখ্যা ৯৭ লাখ। অপু বিশ্বাসের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্য ৮৭ লাখ। এছাড়া জয়া আহসান ও শাকিব খানের ফলোয়ার ৫৬ লাখ। তবে শোবিজ তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় কোটির ঘর পেরিয়ে পরীর পরে আছেন টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। তার ফলোয়ার ১ কোটি ৩ লাখের বেশি।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমণি। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এরপর গত ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রাজপরী।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ