দশম দফায় ভাসানচরে যাচ্ছেন ৭০০ রোহিঙ্গা

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাত্রা করেছেন ৭০০ জন।

দশম দফায় রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে রওনা হন ৭০০ রোহিঙ্গা।

ভাসানচরে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি (সিআইসি) তানবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভাসানচরে উদ্দেশে রোহিঙ্গাদের একটি দল ক্যাম্প ত্যাগ করেছে। তারা চটগ্রামে রাতে পৌঁছাবেন। পরের দিন সকালে সেখান ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। এবার ১ হাজার ২০০ রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে রাজি হয়েছেন।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, দশম দফায় শিবিরগুলো থেকে এবার ১ হাজার ২০০ রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার কথা রয়েছে। একটি দল ইতোমধ্যে ক্যাম্প ত্যাগ করেছে।

গত বছরের ডিসেম্বরে নবম দফায় ২০ হাজারের বেশি রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ