স্পোর্টস ডেস্ক: অ্যান্টিগায় যুব বিশ্বকাপের সুপার লিগ কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিতে ওঠার এই লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছে চ্যাম্পিয়ন যুবারা।
দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে ভারতের পাল্লাই ভারি। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটি জিতেছে ভারত, বাংলাদেশের জয় একটি। একটি ম্যাচের ফল হয়নি।
গত আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল দু দল। এবার দেখা হয়ে গেছে কোয়ার্টার ফাইনালে। আগেরবার ভারতকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম বিশ্ব আসরের শিরোপা উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল।
ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ : এ রঘুবংশী, হারনুর সিং, শেখ রশিদ, যশ ঢুল, বাওয়া, সিদ্ধার্থ ইয়াদব, তাম্বে, বানা, হাঙ্গারগেকার, ভিকে অস্টওয়াল ও রবি কুমার
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ : মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মোঃ ফাহিম, আরিফুল ইসলাম, এস এম মেহেরব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান ও রিপন মন্ডল
জাগোবাংলদেশ/এমআই

