ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের সদর উপজেলার বোড়াই গ্রামের একটি পুকুর থেকে নজির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ওই গ্রামের মিলন মিয়ার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নজির মিয়া হরিণাকুন্ড উপজেলার জোড়াদহ ইউনিয়নের বাগছড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মিলন মিয়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, নজির মিয়া কিভাবে মারা গেলো, সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানানো যাবে। নজির মিয়া কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলো। শনিবার সে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। তার পরিবার থেকে এলাকায় মাইকিং ও বিভিন্ন মাধ্যমে খোঁজাখুজি করেছে।

