ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ক্রিকেটার করোনা আক্রান্ত

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজে চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গতকাল কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। তবে এর ভিতরে করোনা হানা দিয়েছে ভারতের শিবিরে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

অধিনায়ক ইয়াশ ডুল, তার সহকারি শেখ রাশেদ ও ব্যাটার আরাধায়া ইয়াদব, ভাসু ভাটস, মানব পারাখা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তারা। তারা কেউই খেলতে পারেননি আয়ারল্যান্ডের বিপক্ষে। শেষ অবধি একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছে ভারতকে।

বিসিসিআই জানিয়েছে, ‘গতকাল তিনজন ভারতীয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তারা ইতোমধ্যেই আইসোলেশনে চলে গেছে। ম্যাচের ঠিক আগেই আমাদের অধিনায়ক ও সহ অধিনায়কও করোনা আক্রান্ত হন। যদিও টেস্টটি চূড়ান্ত নয়।’

পরে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘বিসিসিআই পরিস্থিতি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কোচিং স্টাফ ও ম্যানেজম্যান্টের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। খেলোয়াড়রা আইসোলেশনেই থাকবে কিন্তু তারা মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছে।’

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ