সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক হাবীবুর

আরো পড়ুন

ঢাকা অফিস: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান (৩৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জনুয়ারি) রাতে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী মেহেদী হাসান জানান, হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, তার ভোটার আইডি কার্ড থেকে জানা গেছে, গ্রামের বাড়ি কুমিল্লা জেলার, ব্রাহ্মণপাড়ার উপজেলায়। তার পিতার নাম মোহাম্মদ পিয়ার মিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ