ঢাকা অফিস: জাতীয় সংসদে ইউটিউব বন্ধের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বিভিন্ন ধরনের অপপ্রচার হয় বলে অভিযোগ করেন তিনি।
সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এমন দাবি জানান। এর আগে বেলা ১১টার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
ময়মনসিংহ-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ইউটিউবে দেখি খালেদা জিয়া মরে যাচ্ছেন। শেখ হাসিনা কালকেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন। আবার দেখি সেনাপ্রধানদের টেনে নামানো হচ্ছে। এই যে অপপ্রচার ইউটিউবে আমরা দেখি, এগুলো কোথা থেকে আসছে?
এমপি নাজিম উদ্দিন আহমেদ বলেন, একটি গোষ্ঠী যখন এভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, তখন তথ্য মন্ত্রণালয় কী করে, আমি বুঝি না। কালকে সকালে ঘুম থেকে উঠে শুনবেন, শেখ হাসিনা ক্ষমতায় নেই- এভাবে যখন ইউটিউবে কথাগুলো বলা হয়, আমরা স্তম্ভিত হয়ে যাই।
‘এভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়। গ্রামের মানুষগুলো এসব দেখে ভাবেন, না জানি বাংলাদেশে কী হচ্ছে! তথ্য মন্ত্রণালয়কে বলবো দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন। ক্রিমিনাল ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আমাদের কোনো আপোশ থাকতে পারে না।’ বলেন এই সংসদ সদস্য।

