স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পরামর্শক হিসেবে কাজ করবেন ৫৭ বছর বয়সী রোডস।
এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে গত পরশুই রোডস ঢাকায় চলে এসেছেন। দলটির প্রধান কোচ পদে মোহাম্মদ সালাউদ্দিনই থাকছেন। পরামর্শক ভূমিকায় কুমিল্লার ডাগআউটে দেখা যাবে ২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় দলের চাকরি হারানো রোডসকে। বরাবর স্বাধীনভাবে কাজ করতে ইচ্ছুক সালাউদ্দিন অবশ্য ফ্র্যাঞ্চাইজির এই নিয়োগকে ইতিবাচকভাবেই দেখছেন, ‘এটা নিয়ে আমার মোটেও মন খারাপ না। টিম ম্যানেজমেন্ট ভালো মনে করেছে বলে এনেছে। আমি বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি।’
কুমিল্লা ভিক্টোরিয়ানস হেড কোচ বরং মনে করছেন, ‘উনার (স্টিভ রোডস) সঙ্গে কখনো কাজ করিনি, তবে কথা হয়েছে। আমার ভালো মনে হয়েছে। ছেলেদের (জাতীয় দলের ক্রিকেটার) কাছ থেকেও উনার অনেক প্রশংসা শুনেছি। আমি তো মনে করি উনার মতো হাই প্রফাইল কোচের কাছ থেকে হয়তো অনেক কিছু শিখতে পারব।’
এর আগে ২০১৮ সালের জুনে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন রোডস। তার অধীনেই প্রথমবারের মতো দুই বা ততোধিক দলের কোনো টুর্নামেন্ট জেতে বাংলাদেশ। কিন্তু ২০১৯ সালের বিশ্বকাপের ব্যর্থতার কারণে রোডসকে বরখাস্ত করে বিসিবি।
জাগোবাংলাদেশ/এমআই

