জাগরণী সংসদের বোলিংয়ে ধরাশায়ী ইয়াং প্যাগাসাস

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক : জাগরণী সংসদের বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী ইয়াং প্যাগাসাস। সকালে ইয়াং প্যাগাসাস টসে জিতে ব্যাটিংয়ে নামলে জাগরণী সংসদের অমিত কুমার নয়ন, রমেশ কুমার রাজু ও হাবিবের বোলিং তোপে ৮০ রানে গুটিয়ে যায়। পরে ৬ উইকেট হাতে রেখে ৮৩ রানে জয়ের লক্ষে পৌঁছে যায় জাগরণী সংসদ। শুক্রবার বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে সকালে ইয়াং প্যাগাসাসের অধিনায়ক অনিক সরকার ইয়াছিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ৩০ ওভার ৫বলে সব উইকেট হারিয়ে ৮০ রানে গুটিয়ে যায় ইয়াং প্যাগাসাস। মুক্তাদুল সায়েম ১টি ছয়ে ২০ রান ও সাইদুর রহমান ১৯ রান করেন। এছাড়া কেউ দুই অঙ্কের কোটা পেরতে পারেনি। তবে তাদের অতিরিক্ত থেকে আসে আরো ১৬ রান।

জাগরণী সংসদের বল হাতে অমিত কুমার নয়ন ৮ ওভারে ৪টি, রমেশ কুমার রাজু ৩ ওভারে ৩টি, হাবিব ৬ ওভারে ২টি ও সুমন হোসেন ৩ ওভারে ১টি উইকেট নেন।

জবাবে মাত্র ১৫ ওভার ৩ বলে ৬ উইকেট হাতে থাকতে ৮৩ রানে জয়ের লক্ষে পৌঁছে যায় জাগরণী সংসদ। জাগরণী সংসদের শামীম ১৭ রান, সিফাত ইসলাম মিম ১৭ রান, রমেশ কুমার রাজু ১৫ রান, মারুফ ১৪ রান ও সুকান্ত ১৩ রান করেন। ইয়াং প্যাগাসাসের বল হাতে ফয়সাল হোসেন ৬ ওভারে ৩টি উইকেট নেন।
আজকের ম্যাচ ঃ ফাইভ স্টার ক্লাব বনাম স্ক্যাইল্যাব ক্লাব।

জাগোবাংলাদেশ/পি

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ