যশোরে চারজনকে ছুরিকাঘাত

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক : যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চার যুবক জখম হয়েছে। শক্রবার রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আলী রাজু’র মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন ঘোপ ধানপট্টি বউবাজর এলাকার মৃত মাসুম হোসেনের ছেলে রাসেল আহম্মেদ (২০), ঘোপ সেন্ট্রাল রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে রুবেল হোসেন সাব্বির (২৪), ঘোপ বেলতলা এলাকার ঝন্টু মিয়ার ছেলে শিশির (১৭) ও ঘোপ পিলু খান রোড এলাকার শামছুর রহমানের ছেলে আকাশ হোসেন (১৮)।

সূত্র মতে, আহতরা শুক্রবার সন্ধ্যার দিকে আলী রেজা রাজু’র মোড়ে আড্ডা দিচ্ছিলেন।

এ সময় পূর্বশত্রুতার জেরে রেজওয়ানসহ অজ্ঞাত ৪/৫জন রাসেল, সাব্বির, শিশির ও আকাশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জখম করে পালিয়ে যায়। পরে রাস্তার পাশে আহতদের পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের ডা. সোহাগ হোসেন জানান, আহতদের এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। এছাড়াও শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। শারীরিক অবস্থা খুব একটা ভালো না। চিকিৎসা দিয়ে মডেল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জাগোবাংলাদেশ/পি

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ