ঢাকা অফিস: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, যেসব শিক্ষার্থী টিকা পায়নি তাদের সশরীরে ক্লাসে যোগ দেয়ার অনুমতি দেয়া হবে না।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এখনো বিপুল সংখ্যক শিক্ষার্থী টিকাহীন থাকায় এটি কীভাবে বাস্তবায়িত হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মন্ত্রিপরিষদ সচিব।
তিনি জানান, ২ ডোজ টিকা ছাড়া রেস্তোরাঁ, শপিংমল, বাস, লঞ্চ বা প্লেনে চলাচলে অনুমতি দেয়া হবে না। দু-এক দিনের মধ্যে এই বিষয়ে আদেশ জারি করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, আমরা কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

