যশোর সদরে আওয়ামী লীগ ১০, বিদ্রোহী ৫

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১০টিতে নৌকা ও পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে।

বুধবার (০৫ ডিসেম্বর) ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, হৈবতপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবু সিদ্দিক, ইছালীতে নৌকার প্রার্থী ফেরদৌসি ইয়াসমিন, নওয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী হুমায়ন কবির তুহিন, উপশহর ইউনিয়নে নৌকার প্রার্থী এহসানুর রহমান লিটু, কাশিমপুরে আওয়ামী লীগের প্রার্থী শরিফুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়নে নৌকার প্রার্থী দাউদ হোসেন দফাদার, দেয়াড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী আনিচুর রহমান আনিস, আরবপুরে নৌকার প্রার্থী মীর আরশাদ আলী রহমান, চাঁচড়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী শামীম রেজা, নরেন্দ্রপুরে আওয়ামী লীগের বিদ্রোহী রাজু আহমেদ, বসুন্দিয়ায় নৌকার প্রার্থী রিয়াজুল ইসলাম খান রাসেল, রামনগরে আওয়ামী লীগের বিদ্রোহী মাহমুদ হাসান লাইফ, ফতেপুরে আওয়ামী লীগের সোহরাব হোসেন ও কচুয়ায় বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী লুৎফর রহমান ধাবক বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন লেবুতলা ইউনিয়নের নৌকার প্রার্থী আলীমুজ্জামান মিলন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ