যশোরে ভোটকেন্দ্রে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে বহিরাগত লোকজন বিশৃঙ্খলার চেষ্টা করায় ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোটগ্রহণ শুরু হয়।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অনুপম কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের ভেতরে বহিরাগতরা ভোট কাটতে শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই সময় মৃদু লাঠিচার্জে পুলিশ সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ চার জনকে আটক করে। এরা হলেন তুহিন, রাসেল, আশরাফুল ও কালাম। এরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আইয়ুব হোসেনের সমর্থক বলে জানা গেছে।

এ সময় ইটের আঘাতে ফারুক নামে এক পুলিশ সদস্য আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম।

সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রিসাইডিং অফিসার আরো জানান, কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা এক হাজার ৭৬১জন। প্রথম ঘণ্টায় কেন্দ্রে ১৫৭টি ভোটগ্রহণ হয়।

জাগোবাংলাদেশ/এসএ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ