লামায় দুর্বৃত্তের গুলিতে একজন খুন

আরো পড়ুন

প্রতিনিধি : লামার রূপসী পাড়ায় মংক্যচিং মার্মা (৩৫) নামে একজন‌কে গু‌লি ক‌রে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। সোমবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রুপসীপাড়ার অংহ্লা পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

মংক্যচিং মার্মা রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালীয়া এলাকার বাসিন্দা।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, নিহত মংক‌্যচিং রাঙ্গামা‌টির রাজস্থলীর বাঙ্গালহা‌লিয়া থে‌কে বান্দরবা‌নের লামার রুপসী পাড়ার ৩ নম্বর ওয়ার্ড অংহ্লা পাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। ‌রাত সাড়ে ১২টার সময় ৬ জন অস্ত্রধারী উপজাতি সন্ত্রাসীরা বাড়ি‌টি‌কে ঘিরে ফেলে। প‌রে তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও বেড়া‌তে আসা বা‌ড়ির জামাইকে গুলি করে হত‌্যা ক‌রে। এসময় সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে ব‌লেও জানায় স্থানীয়রা।

রাজ‌নৈ‌তিক কার‌ণে জেএসএস’র স‌ক্রিয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘ‌টা‌তে প‌ারে ব‌লে জানান প‌রিবা‌রের সদস‌্যরা। ত‌বে কে বা কারা এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে তা জানা‌তে পা‌রে‌নি পু‌লিশ ও স্থানীয়রা। এ ঘটনার পর এলাকায় আতন্ক বিরাজ কর‌ছে।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌হিদুল ইসলাম ব‌লেন, রা‌তে একজন‌কে গু‌লি ক‌রে হত‌্যা ক‌রে‌ছে ব‌লে ঘটনাস্থ‌লে পু‌লিশ পা‌ঠি‌য়ে‌ছি। কে বা কারা এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে তা এখনই বলা যা‌চ্ছে না। তদন্ত সা‌পে‌ক্ষে অপরাধী‌দের আইনের আওতায় আনা হ‌বে।

জাগোবাংলাদেশ/পি

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ