প্রতিনিধি: খুলনা পুলিশের ডিআইজি ড. খন্দকার মহিদউদ্দিন বলেছেন, সুন্দরবন আমাদের আশীর্বাদ ও অফুরন্ত সম্পদের উৎস। সুন্দরবনকে সম্পূর্ণ নিরাপদ এবং সুন্দরবনের অর্থনৈতিক কর্মকা-কে বেগবান করার জন্য বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত ব্লু ইকোনমি বাস্তবায়নে বর্তমান সরকারের পাশে থেকে পুলিশ বাহিনী কাজ করছে। পৃথিবীর বিভিন্ন দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, চায়না, মালদ্বীপ তাদের ব্লু ইকোনমিকে গতিশীল করে অর্থনীতির চূড়ান্ত শিখরে পৌঁছেছে। এ কারণে আমরা সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন বিস্তীর্ণ জলরাশিকে সুরক্ষিত রাখতে চাই।
সাতক্ষীরা জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে রিভার ভিউ ঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন, ডিআইজি ড. খন্দকার মহিদউদ্দিন। রোববার সকাল ১১ টায় সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ মালঞ্চ নদীর তীরে দৃষ্টিনন্দন নৌ পল্টনের উদ্বোধনী অনুষ্ঠানটি বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল এম এম মোহাইমেনুর রশিদ, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদুল্লাহ, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, কাজী শহিদুল ইসলাম ওসি (তদন্ত) সহ সাতক্ষীরা জেলা পুলিশের একদল চৌকস কর্মকর্তা।
জাগোবাংলাদেশ/এমআই

