বুধবার খুলনা বিভাগের ৭১ ইউপিতে ভোট

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: আগামী বুধবার (৫ জানুয়ারি) খুলনা বিভাগের ৭১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে যশোর সদর উপজেলার ১৩টি ও কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

২৭ নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) থেকে এই তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী বিভাগের পাঁচটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

৫ জানুয়ারি ভোট হবে যশোর সদর উপজেলার হৈবতপুর, লেবুতলা, ইছালী, নওয়াপাড়া, উপশহর, চুড়ামনকাটি, দেয়াড়া, রামনগর, কচুয়া, নরেন্দ্রপুর, বসুন্দিয়া, চাঁচড়া ও আরবপুর ইউনিয়নে। একই দিন ভোট হবে কেশবপুর উপজেলার ত্রিমোহিনী, সাগরদাঁড়ি, মজিদপুর, বিদ্যানন্দকাটি, মঙ্গলকোট, কেশবপুর সদর, পাঁজিয়া, সুফলাকাটি, গৌরীঘোণা, সাতবাড়ীয়া ও হাসানপুর ইউনিয়নে।

তবে এই ধাপে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে কাশিমপুর ও ফতেপুর ইউনিয়নে ভোট হচ্ছে না।

এছাড়া পঞ্চম ধাপে ভোট হবে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ-হরিপুর, বটতৈল, আলামপুর, আইলচারা, উজানগ্রাম, হরিনারায়নপুর, পাটিকাবাড়ী, ঝাউদিয়া, আব্দালপুর, মনোহরদিয়া ও গোস্বামীদুর্গাপুর ইউনিয়নে। ঝিনাইদহের শৈলকূপা ইউনিয়নের ত্রিবেনী, মির্জাপুর, দিগনগর, কাঁচেরকোল, সারুটিয়া, হাকিমপুর, ধলহরাচন্দ্র, বগুড়া, আবাইপুর, উমেদপুর, দুধসর ও ফুলহরি ইউনিয়ন, হরিণাকুণ্ডু উপজেলার ভায়না, জোড়াদহ, তাহেরহুদা, তৌলতপুর, কাপাশহাটিয়া, ফলসী, রঘুনাথপুর ও চাঁদপুর ইউনিয়নে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী, বুধহাটা, কুল্যা, দরগাহপুর, বড়দল, আশাশুনি, শ্রীউলা, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর ও কাদাকাটি ইউনিয়ন, কলারোয়া উপজেলার কেরালকাতা ও কুশোডাংগা ইউনিয়ন এবং শ্যামনগর উপজেলার বুরুলিয়া ও শ্যামনগর সদর ইউনিয়ন।

তফসিল অনুযায়ী পঞ্চম ধাপের এই নির্বাচনে খুলনা বিভাগের পাঁচটি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন, ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হাকিমপুর, ধলহরাচন্দ্র ও উমেদপুর ইউনিয়ন এবং সাতক্ষীরার আশাশুনি উপঝেলার বুধহাটা ইউনিয়ন রয়েছে।

জাগোবাংলাদেশ/এসএ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ