নিজস্ব প্রতিবেদক, যশোর | যশোরের আরবপুর এলাকায় বাসে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামুন (৩৫) নামে আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মামুন যশোর শহরের আরবপুর দিঘীরপাড় এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। তিনি এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত বলে পুলিশ নিশ্চিত করেছে।
অভিযোগের বিবরণ
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার মন্ডল জানান, মামুনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিশেষ করে:
* বাসে অগ্নিসংযোগ: গত বছরের ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী কর্মসূচীর (লকডাউন/অবরোধ) সময় উপশহর এলাকায় পার্কিংয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
* তদন্তে সংশ্লিষ্টতা: প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অগ্নিসংযোগের ঘটনায় মামুনের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তাকে কোতোয়ালি থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যশোর আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

