তারেক রহমানের যশোর সফরের খবরে উজ্জীবিত বিএনপি

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর | দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যশোরে আসছেন—এমন খবরে জেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য ২ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে প্রস্তুতি ও আলোচনা তুঙ্গে।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বৃহস্পতিবার যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এই সুখবরটি দেন। তিনি বলেন, “আপনাদের প্রিয় নেতা দ্রুতই যশোরে আসবেন। আপনারা তার আগমনে প্রস্তুত থাকুন এবং ঘরে ঘরে তার সালাম পৌঁছে দিন।” অমিতের এই ঘোষণার পরপরই জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারেক রহমানের আগমন নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

সফরকে ঘিরে ইতোমধ্যেই প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে স্থানীয় বিএনপি। যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান:
* সম্ভাব্য তারিখ: ২ ফেব্রুয়ারি আসার একটি গুঞ্জন রয়েছে, তবে এখনো এটি কেন্দ্র থেকে নিশ্চিত করা হয়নি।
* সম্ভাব্য স্থান: জনসভার জন্য প্রাথমিকভাবে শহরের উপশহর ডিগ্রি কলেজ মাঠকে বিবেচনা করা হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তারেক রহমানের এই সফর যশোরের রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যশোর সফর করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। এখন সাধারণ মানুষের নজর তারেক রহমানের দিকে—তিনি যশোরবাসীর জন্য নতুন কী বার্তা বা প্রতিশ্রুতি নিয়ে আসেন, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।
তবে সফরের বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত আরও স্পষ্ট করে বলেন, “নেতা কথা দিয়েছেন তিনি আসবেন। তবে তারিখ ও বিস্তারিত কর্মসূচি কেন্দ্রীয়ভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।”
সব মিলিয়ে, তারেক রহমানের আগমনকে ঘিরে শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে গভীর কৌতূহল। দীর্ঘদিন পর বড় কোনো রাজনৈতিক সমাবেশের সাক্ষী হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জনপদ।

আরো পড়ুন

সর্বশেষ