বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ঢাকা পর্বে উপস্থাপনার দায়িত্ব পালনের কথা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশে আসছেন না জনপ্রিয় ভারতীয় সঞ্চালক রিধিমা পাঠক। তাকে সঞ্চালক প্যানেল থেকে সরিয়ে দেওয়ার খবর চাউর হলেও, রিধিমা দাবি করেছেন—কাউকে বাদ দেওয়া হয়নি, বরং তিনি নিজেই এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন।
সংশ্লিষ্ট কিছু সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রিধিমাকে সঞ্চালক প্যানেল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এই তথ্যকে ‘বিভ্রান্তিকর’ ও ‘অসত্য’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রিধিমা পাঠক বলেন:
> “বিপিএল থেকে আমাকে ‘বাদ দেওয়া হয়েছে’ বলে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ অসত্য। এটি ছিল আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত—আমি নিজেই এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছি।”
নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রিধিমা আরও যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত ক্যারিয়ারের চেয়ে নিজের দেশই তার কাছে অগ্রাধিকার পেয়েছে। তিনি লেখেন:
> “আমার কাছে সবসময়ই আমার দেশ সবার আগে। যে কোনো একক দায়িত্বের চেয়েও আমি ক্রিকেট খেলাটিকে অনেক বেশি মূল্য দিই। বহু বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছি, ভবিষ্যতেও তা বজায় থাকবে।”
টুর্নামেন্ট সংশ্লিষ্টদের মতে, বিপিএলের এবারের আসরে আন্তর্জাতিক উপস্থাপকদের অংশগ্রহণে যে বৈচিত্র্য আনার পরিকল্পনা ছিল, ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে তাতে কিছুটা ছন্দপতন ঘটলো। রিধিমা পাঠকের অনুপস্থিতিতে ঢাকা পর্বের উপস্থাপনা দেশীয় ও অন্যান্য বিদেশি সঞ্চালকদের মাধ্যমেই সম্পন্ন হবে।

