যশোরের মনিরামপুর উপজেলায় সাংবাদিক রানা প্রতাপকে (৪০) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। নিহত রানা প্রতাপ নড়াইল থেকে প্রকাশিত ‘বিডি খবর’ নামক একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।:
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। এসময় হঠাৎ একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে লক্ষ্যভেদী গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ বাজারে এমন দুঃসাহসিক হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।:
নিহত রানা প্রতাপের বাড়ি পার্শ্ববর্তী কেশবপুর উপজেলায়। সাংবাদিকতার পাশাপাশি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।:
খবর পাওয়ার পরপরই মনিরামপুর থানা পুলিশের একটি শক্তিশালী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। ঘাতকদের আটকে এলাকায় ইতিমধ্যে সাঁড়াশি অভিযান ও তল্লাশি শুরু করেছে পুলিশ।:
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। তবে পেশাগত কোনো বিরোধ নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা থেকে এই হত্যাকাণ্ড—তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
এদিকে, একজন সংবাদকর্মীকে এভাবে জনসমক্ষে হত্যার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন
মনিরামপুরে সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা:

