বেনাপোলে বিজিবির অভিযান: সীমান্ত থেকে বিপুল পরিমাণ ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার

আরো পড়ুন

যশোরের বেনাপোল উপজেলার পুটখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১০৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য উইনসেরেক্স (WINCEREX) সিরাপ উদ্ধার করেছে। সোমবার (২৯ ডিসেম্বর) পুটখালী বিওপির আওতাধীন এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এই মাদক জব্দ করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী এলাকায় নজরদারি জোরদার করা হয়। সোমবার বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করলে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৭ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির কঠোর বার্তা
২১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান:
* সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
* গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে অপরাধীদের দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
* দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক মুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আইনি প্রক্রিয়া
জব্দকৃত মাদকের চালানটি বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরো পড়ুন

সর্বশেষ