যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে বাবার ইঞ্জিনচালিত ভ্যানে খেলা করার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে রুহান নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু
নিহত রুহান বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রুহানের বাবা বাজার থেকে ফিরে ইঞ্জিনচালিত ভ্যানটি চাবিসহ বাড়ির সামনে রেখে পাশের একটি দোকানে যান। এ সময় শিশু রুহান বাড়ির সামনে খেলা করছিল। খেলার ছলে সে ভ্যানটিতে ওঠে এবং অসাবধানতাবশত ভ্যানের হ্যান্ডেলে হাত দেয়।
চাবি দেওয়া থাকায় হ্যান্ডেল ঘোরানোর সঙ্গে সঙ্গে ভ্যানটি স্টার্ট নিয়ে দ্রুত গতিতে সামনে এগিয়ে যায় এবং রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে রুহান ভ্যান থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হয়
আহত রুহানকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় রুহানের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামান্য অসতর্কতায় একটি ফুটফুটে প্রাণের অকাল বিদায়ে গ্রামবাসী স্তব্ধ হয়ে পড়েছেন।
> সতর্কতা: যান্ত্রিক যানবাহন শিশু বা অপ্রাপ্তবয়স্কদের নাগালের বাইরে রাখা এবং ইঞ্জিন বন্ধ করার পর চাবি খুলে রাখা নিশ্চিত করা জরুরি, যাতে এ ধরণের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।
যশোরে ইঞ্জিনচালিত ভ্যানে খেলতে গিয়ে দুর্ঘটনায় ৫ বছরের শিশুর মৃত্যু

