শরীরের বিশেষ কায়দায় মাদক নিয়ে আটক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক : শরীরের সাথে বিশেষ কায়দায় চার লিটার ফেনসিডিল নিয়ে আটক হওয়া কবির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোস্তফা কামাল এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামি কবির হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের আজগর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি বিমল কুমার রায়। তিনি জানান, মামলার রায় ঘোষণার সময় আসামি কবির হোসেন আদালতে হাজির ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, আসামি কবির হোসেন ২০১১ সালের ২৪ জানুয়ারি দুপুরে হানিফ এন্টারপ্রাইজের পরিবহনে যশোরে আসছিলেন। এসময় পলিথিন দিয়ে তার শরীরে বিশেষ কায়দায় ১৪ হাত লম্বা পলিথিনে চার লিটার ফেনসিডিল রাখা ছিল।

কোতোয়ালি মডেল থানার তৎকালীন এসআই কামরুজ্জামান সদর উপজেলার ধোপাখোলা গ্রামের যশোর-বেনাপোল মহাসড়কে হানিফ পরিবহনটি থামিয়ে তল্লাশি করেন। এসময় ওই ফেনসিডিলসহ কবির হোসেনকে আটক করা হয়। এই ঘটনায় কবির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হয়। এসআই ফারুক হোসেন একই বছরের ২৬ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।

স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি কবির হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ