যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ইয়ানুর রহমান মধু (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গদখালি বাজারের পাকা সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
আহত ইয়ানুর রহমান মধু শার্শা উপজেলার মাটি পুকুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি ঘটে চলন্ত একটি বাসের সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত (বাস্ট) হওয়ার কারণে। চাকা ফেটে যাওয়ায় বাসের চালক দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন বাসটি তখন বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইয়ানুর রহমান মধু গুরুতর জখম হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত ইয়ানুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত গুরুতর হওয়ায় এবং তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ইয়ানুর রহমান মধুকে ঢাকায় রেফার করা হয়েছে।?

