যশোর হত্যাকাণ্ড: সাবেক কাউন্সিলর বাবুলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

আরো পড়ুন

যশোর শহরের শংকরপুর এলাকায় মধ্যরাতে তানভীর হাসানকে (৩০) ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে মোট আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
নিহত তানভীরের পিতা মিন্টু (নাজির শংকরপুর এলাকা) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

* নামীয় আসামি: সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল, শংকরপুর ছোটনের মোড়ের সন্ত্রাসী মুসা ও সাব্বিরসহ মোট আটজন।
* অজ্ঞাত আসামি: আরও ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
* গ্রেফতার: শনিবার মধ্যরাতেই পুলিশ চোপদারপাড়ার রাকিবুল ইসলাম স্বাক্ষর ও সোনা মিয়াকে আটক করেছে।
* পলাতক: পলাতক আসামিরা হলেন অভি, মানিক এবং আল আমিন ওরফে চোর আলামিন।
মামলার বাদী মিন্টু উল্লেখ করেছেন, তাঁর ছেলে তানভীর হাসান (যার বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা ছিল এবং যিনি রাজমিস্ত্রির কাজ করতেন) নিহত বন্ধু আফজালের হত্যাকাণ্ডের প্রতিবাদ করতেন। এই হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ করায় বাবুলসহ অন্যান্য আসামিদের সঙ্গে তাঁর ছেলের দীর্ঘদিনের শত্রুতা ছিল।
* হামলার পূর্ব ঘটনা: শত্রুতার জেরে শনিবার রাত ১০টার দিকে বাবুল কাউন্সিলরের নেতৃত্বে আসামিরা তানভীরের বাড়িতে যায়, কিন্তু তাঁকে খুঁজে না পেয়ে ভাঙচুর চালায় এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়।
* হত্যাকাণ্ড: রাত সাড়ে ১২টার দিকে শংকরপুর আনসার ক্যাম্পের পেছনে তানভীরকে একা পেয়ে বাবুল কাউন্সিলরের নির্দেশে অন্য আসামিরা একের পর এক ছুরিকাঘাত ও চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে ফেলে রেখে যায়।
* মৃত্যু: স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানিয়েছেন, আটক দুজন আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ