দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা দিনাজপুরে। এই দিন তাপমাত্রা নেমে আসে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে, যা আগের দিনের (১৬.২ ডিগ্রি সেলসিয়াস) তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম। তাপমাত্রা হ্রাসের সঙ্গে সঙ্গে এখানকার জনজীবনে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। সন্ধ্যার পর থেকে শুরু করে সকাল ত৭টা পর্যন্ত এই জেলার মানুষ তীব্র শীত অনুভব করছেন। দিনের আলো ফুটলেও জেলার বিভিন্ন স্থানে ঘন কুয়াশার চাদর দেখা মিলছে।
শীতের তীব্রতা বাড়ায় জেলার সাধারণ মানুষকে সকাল-সন্ধ্যায় গরম কাপড় পরিধান করতে হচ্ছে। ভোরে শীতের প্রকোপ আরও বেশি অনুভূত হচ্ছে।
খোদমাধপুর মিন্ত্রিপাড়া জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লি আসতারুল ইসলঅম জানান, ভোরে শীতের কাপড় ছাড়া বের হওয়া যাচ্ছে না এবং শীত যে চলে এসেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।
অন্যদিকে, স্টেশন এলাকায় পত্রিকা হকার দুখু মিয়া ও ফিরোজ ইসলাম জানান, গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশা একটু বেশি ছিল। ভোরে ঠান্ডা লাগলেও সাইকেল চালানোর কারণে তাদের শরীরে দ্রুত উষ্ণতা তৈরি হওয়ায় হালকা শীতের পোশাক তারা খুলে রেখেছেন
এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, “জেলায় একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। তবে গতবারের চেয়ে ধীর গতিতে তাপমাত্রা কমছে। সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।”
তিনি জানান, তাপমাত্রা ক্রমাগত নিম্নমুখী হওয়ায় অদূর ভবিষ্যতে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, তাপমাত্রা ১৩.২° সেলসিয়াস;

