খুলনায় আদালত চত্বরের ঠিক সামনেই প্রকাশ্যে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—ফজলে রাব্বি রাজন ও হাসিব। তারা দুজনই সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় দুই আসামি একটি মামলার হাজিরা দিতে আদালতে এসেছিলেন। শুনানি শেষে আদালত ভবন থেকে তারা বের হওয়ার পরই এই হামলার শিকার হন।
* হামলা: মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা দুই আসামিকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায়।
* কুপিয়ে হত্যা: এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে রাজন ও হাসিবকে নির্মমভাবে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
* ফজলে রাব্বি রাজন ঘটনাস্থলেই নিহত হন।
* হাসিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরের সামনে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
খুলনায় আদালত চত্বরের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গু*/লি করে দুই আসামিকে হ*/ত্যা

