যশোরের সংসদীয় আসনগুলোতে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে যুবদলকে সর্বাত্মক পরিশ্রমের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ। একই সঙ্গে সতর্ক করা হয়েছে—যুবদলের কোনো নেতা ধানের শীষের বিপক্ষে ফেসবুকে পোস্ট, সভা-সমাবেশ বা জনসম্মুখে অবস্থান নিলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
রোববার অনুষ্ঠিত ‘ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে জাতীয়তাবাদী যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ নির্দেশ দেওয়া হয়। শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং পরিচালনা করেন সদস্য সচিব আনসারুল হক রানা। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল।

বৈঠকের একাধিক সূত্র জানায়, নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটিগুলোকে অনুসরণ করার নির্দেশ দেওয়া হবে।
সূত্র মতে, যশোর-১, যশোর-২, যশোর-৪ এবং যশোর-৬ আসনে যুবদলের কয়েকজন নেতা দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। মহাসচিবের মাধ্যমে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই ক্ষোভ প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাস দেওয়া, এমনকি প্রকাশ্যে সভা-সমাবেশ করার ঘটনাও ঘটে। বিশেষ করে যশোর-১ ও যশোর-২ আসনে এই ধরণের কর্মকাণ্ড বেশি দেখা গেছে। তাদের সতর্ক করে কেন্দ্রীয় নেতারা পরিষ্কার ভাবে জানিয়ে দেন—দলের সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কার ছাড়া বিকল্প নেই।
সূত্র আরও জানায়, ধানের শীষ প্রতীকের বিপক্ষে অবস্থান নেওয়ায় ঝিকরগাছায় যুবদলের দুই আহ্বায়ক—মোনাজ্জের হোসেন লিটন এবং আরাফাত হোসেন কমলকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে। তারা বিএনপির যশোর-২ আসনের মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। জেলা যুবদলের সভা শেষে ঝিকরগাছায় অনুষ্ঠিত আরেক বৈঠকেও তাদের সতর্ক করা হয়।
যশোর-১ আসনের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা গেছে। শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের মোস্তাফিজুর রহমান বাবু এবং রায়হানুজ্জামানকে সতর্ক করা হয়েছে, কারণ তারা এখনো ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির পক্ষে মাঠে নামেননি। মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে দেখা গেলেও দলের প্রার্থীর পক্ষে তাদের সক্রিয়তা দেখা যায়নি।
এদিকে ঝিকরগাছায় অনুষ্ঠিত আরেক সভায় যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির বিজয় নিশ্চিতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেওয়া প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির পক্ষে যুবদলকে জীবনবাজি রেখে কাজ করতে হবে।”

