জুলাই গণঅভ্যুত্থানে আলোচনায় আসা যশোরের তরুণ ছাত্রনেতা রাশেদ খান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে প্রার্থী হতে আগ্রহী। সে লক্ষ্যেই তিনি কাস্তে মার্কার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নির্বাচনী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতারা রাশেদ খানের হাতে মনোনয়ন ফরম তুলে দেন। এ সময় পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনও উপস্থিত ছিলেন।
মাত্র ২৯ বছর বয়সেই রাজনীতিতে সক্রিয় রাশেদ খান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যবিপ্রবি সংসদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

