রামপুরায় ২৮ হত্যা মামলায় চার সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

আরো পড়ুন

রামপুরায় জুলাই-আগস্টে ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত চার সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৪ নভেম্বর) ট্রাইব্যুনাল-১–এর বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এদিন সকালে অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক মেজর রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি মশিউর রহমান পলাতক থাকায় তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করেছে ট্রাইব্যুনাল।

আরো পড়ুন

সর্বশেষ